প্রশান্তি ডেক্স ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়ে জীবন বদলে গেছে অনেক ক্রিকেটারের। ফ্রাঞ্চাইজি থেকে পাওয়া মোটা অঙ্কের টাকায় আর্থিক দূরাবস্থা কাটিয়ে সচ্ছল জীবনযাপন করছেন তারা। তবে আইপিএল দেখেও জীবন বদলে যেতে পারে যে কারো। তেমনই একজন বিহারের মধুবানী জেলার অশোক কুমার। নাপিত থেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন তিনি। আইপিএলের স্পন্সর ‘ড্রিম ১১’ প্রতি ম্যাচেই তাদের ওয়েবাসাইটে স্বপ্নের একাদশ প্রতিযোগিতার আয়োজন করে। সে ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে নিজের একাদশ সাজান অশোক। ম্যাচ শেষে তার একাদশই হয়ে যায় ‘ড্রিম ১১’-এর স্বপ্নের একাদশ। এর মধ্য দিয়ে মালিক বনে গেছেন এক কোটি রুপির।
অশোক বলেন, ‘ম্যাচ শেষে আমিই প্রথম হই এবং এক কোটি রুপি জিতি। কিছুক্ষণ পরই কর্তাব্যক্তিরা আমাকে ফোন করেন। আমাকে বলা হয়েছে, দুইদিনের ভেতর আমার অ্যাকাউন্টে ৭০ লাখ রুপি জমা হবে। কর কাটার পর এই অর্থ দেওয়া হবে আমাকে। আমি সেদিন রাতে আর ঘুমাতে পারিনি।’