ফের জেগে উঠেছে ভয়াবহ কিলাউয়া আগ্নেয়গিরি

আন্তজার্তিক ডেক্স ॥ ‘কিলাউয়া’ আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে সবশেষ লাভা উদগীরণ করে কিলাউয়া। সে সময় সৃষ্টি হওয়া শৈলশিরা থেকেই আবারও হচ্ছে অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় গত বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে লাভা উদগীরণ শুরু করেছে হাওয়াই দ্বীপের এই আগ্নেয়গিরিটি। ভূ-তাত্ত্বিকরা বলছেন, আগ্নেয়গিরি থেকে লোকালয়ের কাছাকাছি এলাকায় লাভার উদগীরণ হচ্ছে না। হাওয়াই ভলক্যানো ন্যাশনাল পার্কেই সীমাবদ্ধ অগ্ন্যুৎপাৎ। গত কয়েকদিনে এলাকাটিতে মৃদু ও মাঝারি ভূকম্পন রেকর্ড করা হয়। সেসময়ই বিখ্যাত কিলাউয়া আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার সর্তকতা জারি করে স্থানীয় প্রশাসন। কিলাউয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় লাভাগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published.