ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পাক্ষিক সকালের সূর্য পত্রিকার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অথিকার দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পত্রিকার কার্যালয়ে দিবসটি পালনের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সোলেমান খানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন; লেখক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনমজীবী ড. ইদ্রিছ ভুইয়া। আলোচনা করেন সংস্কৃতি কর্মী ও গবেষক জহিরুল ইসলাম স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভজন শংকর আচার্য, আনোয়ার হোসেন উজ্জ্বল, আমিনুল ইসলাম দুলাল।
ড. ইদ্রিছ ভুইয়া বলেন, সংবিধানে তথ্যের অধিকার নিশ্চত করা থাকলেও নানা ছলাকলায় এই অধিকার জনগণকে দেয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও অবদমিত করে রাখা হচ্ছে। বস্তÍুনিষ্ঠ ও অনুসন্ধানী রিপোর্ট তৈরিতে সাংবাদিকরা তথ্য জানতে পারলেই জনগণ এবং মহামান্য সুপ্রিম কোর্টও সংবাদ মাধ্যমে তথ্য জেনে জনস্বার্থমূলক বিষয়ে প্রয়োজনে স্বপ্রনোদিত হয়ে রুল জারী করতে পারেন।
জহিরুল ইসলাম স্বপন বলেন; নাগরিকগণ তথ্য সমৃদ্ধ হতে না পারলে নতুন প্রজন্মকে সঠিকভবে গড়ে তোলা যাবে না।
মোঃ সোলেমান খান বলেন; অবাধ তথ্য প্রবাহ ছাড়া মুক্তিযুদ্ধের আশা আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব নয়।
দুর্নীতিবাজ, ঘুষখোর আমলা ও কতিপয় অসৎ জনপ্রতিনিধি তথ্য দিতে সাংবাদিকদের হয়রানী করে থাকে। এতে তথ্য অধিকার কমিশন প্রশ্নোবিদ্ধ হচ্ছে। এসমস্ত বিষয়ে রাষ্ট্রকে অধিকতর সচেতন থাকতে হবে। এবং সেবা মূলক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।