কোন দেশ থেকে অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার; এরদোয়ান

আন্তজার্তিক ডেক্স ॥ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ন্যাটো জোটকে ছোট করিনি। আমরা আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি এবং কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি। দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেছেন। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) তার সাক্ষাৎকার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। আমেরিকার যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না। এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক এবং কেউ তাতে বাধা দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published.