প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা। গত শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে হোন্ডা মোবাইল টিম ডিউটি করার সময় গোপন তথ্য পায় যে, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়। ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, গ্রেফতার আজিজের কাছ থেকে ৩৫০ পিস ও ফারহানার কাছ থেকে ১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতাররা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করতেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।