প্রশান্তিে ডেক্স ॥ সাভারে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিরকালে ৬ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানায়নি র্যাব। গত শুক্রবার (২৯ অক্টোবর) সকালে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক বলেন, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সাভার থানার রাজাশন এলাকায় থেকে ডাকাতির প্রস্তুতিরকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তারা পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে গত শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।