ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৌর এলাকার ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি শেখাতে মগভোটিং প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। গত রোববার (৩১ অক্টোবর) পৌর এলাকার ১০ কেন্দ্রে নির্বাচন কমিশনের তত্ববধানে এই মগভোটিং প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গত শনিবার পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে স্থানীয় ভোটারদের মগভোটিং প্রশিক্ষনে অংশগ্রহন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের মগভোটিংয়ে এসে প্রশিক্ষন নিতে দেখা যায়।
উপজেলা নির্বাচন কমিশনার মো.জাসিুদল ইসলাম বলেন, এই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে পৌরসভার জনগন ভোট দিবে। তাই নির্বাচন কমিশনের নির্দেশনায় এলাকার সাধারন ভোটারদের মগভোটিংয়ের মাধ্যমে ভোট দেয়ার পদ্ধতি শেখানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই ভোটার এসে প্রশিক্ষন নিচ্ছে কেমন করে ইভিএম মেশিনে ভোট দিতে হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সারা দেশের ১০টি পৌর সভার সাথে এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। তবে মেয়র পদে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী গোলাম হাক্কানীকে বেসরকারীভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে শুধু কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৪৩ জন প্রার্থী।