ভারত সব সময় আমাদের ঘনিষ্ঠ বন্ধু…আইনমন্ত্রী আনিসুল হক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বাংলাদেশ সকলের সংগে বন্ধুত্বে বিশ্বাস করে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত সব সময় আমাদের ঘনিষ্ঠ বন্ধু। গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভারত সরকারের পক্ষ থেকে লাইফ সাপোর্ট এম্ব্যুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। যারা পুজা মন্ডপ ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা ষড়যন্ত্রকারী। এরা বাংলাদেশ বিশ্বাস করেনা। আমরা জাতী-ধর্ম নির্বিশেষে মানুষে মানুষে সম্প্রীতিতে বিশ্বাস করি।
মন্ত্রী আগামী ২ নভেম্বর কসবা পৌরসভার নির্বাচন প্রসংগে বলেন; এ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যারা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের ছাড় দেয়া হবেনা। তিনি দলীয় নেতা কর্মীদের বলেন; সকল ভোটারদেরকে কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহ সৃষ্টি করুন।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট এম্ব্যলেন্স উপহারের অংশ হিসেবে এই এম্ব্যুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। জরুরী সেবা ট্রমা ও লাইফ সাপোর্ট এম্ব্যুলেন্স এ এলাকার গণমানুষের কাজে লাগবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ধাপে বাংলাদেশও আমাদের পাশে দাঁড়িয়েছিলো। প্রকৃত অর্থে বাংলাদেশই ভারতের ঘনিষ্ঠ বন্ধু। আমরা দক্ষিন পূর্ব এশিয়ায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের জন্য উন্নত জীবন বিনির্মান করবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন সচিব গোলাম সারোয়ার, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, কসবা পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল। পরে ভারতীয় হাই কমিশনার আইনমন্ত্রী আনিসুল হকের অত্যাধুনিক লাইফ সাপোর্ট এম্ব্যুলেন্সের চাবি তুলে দেন। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের স্ত্রী সংগীতা দোরাইস্বামী ও বাংলাদেশের পররাষ্ট সচিবের সহধর্মিনী ফাহমিদা জাবিন দুদেশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

Leave a Reply

Your email address will not be published.