৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে বিরল পেঙ্গুইন

অ্যান্টার্কটিকা থেকে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিলুপ্ত প্রজাতির অ্যাডেলি পেঙ্গুইন নিজেকে আবিষ্কার করে নিউজিল্যান্ড উপকূলে। নিউজিল্যান্ডে এই প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলায় রীতিমতো অবাক উপকূলীয় বাসিন্দারা। অ্যান্টার্কটিকা অঞ্চলজুড়ে মূলত পেঙ্গুইনের আবাসস্থল। বিশ্বের বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলে সেখানে। নিউজিল্যান্ড উপকূলের স্থানীয় হ্যারি সিং দম্পতি। তারা সৈকতে বের হয়ে প্রথম পেঙ্গুইনের দেখা পান। সিং পেঙ্গুইনটিকে দেখে ভেবেছিলেন তুলতুলে খেলনা। বিবিসিকে সিং বলেন, ‘আমি প্রথমে এটিকে কোনও নরম খেলা ভেবেছিলাম। ভালো করে দেখি এটি বাস্তব’। নিজের ফেসবুকে বিরল প্রজাতির পেইঙ্গুনের একটি ছবিও পোস্ট করেছেন। দেখে মনে হচ্ছে, দল থেকে হারিয়ে গেছে এটি।
তিনি আরও জানান, ‘উপকূলে হাজির হওয়া পেঙ্গুইনটি এক ঘণ্টা কোনও নড়াচড়া করেনি। খুবই ক্লান্ত দেখাচ্ছিল। তখন উদ্ধারকারী দলকে খবর দেই। কারণ বন্যপ্রাণী আক্রামণে পড়ার আশঙ্কা ছিল। পরবর্তীতে পেঙ্গুইনের পুনর্ববাসন নিয়ে ১০ বছর ধরে কাজ করা থমাস স্ট্রাক কাছে যাই’। নিউজিল্যান্ড উপকূলে অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন দেখে খুবই আশ্চর্য হয়েছেন স্ট্রাক। উদ্ধার করে রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে এসছে, ওজন কম ও পানি শূন্যতায় ভুগছিলো। টিউবের মাধ্যমে দেওয়া হয়েছে খাবার। হিংস্র প্রাণী নেই ব্যাঙ্কস উপদ্বীপের সৈকতে ছেড়ে দেওয়া হতে পারে। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো দেখা মিললো এই প্রজাতির পেঙ্গুইন। উপকূলে ১৯৯৩ ও ১৯৬২ সালে অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনকে খুঁজে পাওয়া যায়।
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published.