দুই কালো পোয়ার দাম সাড়ে ৭ লাখ

কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৬৪ কেজি ৭০০ গ্রাম ওজনের দুটি কালো পোয়া মাছ। মাছ দুটি বিক্রি হয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকায়। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে মান্নানের মালিকানাধীন ট্রলারে মাছ দুটি ধরা পড়ে। জেলেরা জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার ইউপি সদস্য আবদুল মান্নানের মালিকানাধীন ট্রলার নিয়ে হাসু আলী মাঝি গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এ সময় জেলেরা জাল ফেলে দুটি বড় কালো পোয়া মাছ পায়। মাপার পর দেখা যায় মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমায়। পরে মাছ দুটি ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন কক্সবাজারের এক মাছ ব্যবসায়ী।
ট্রলার মালিক ও ইউপি সদস্য আবদুল মান্নান হাবিব জানান, প্রতিদিনের মতো সাগরে মাছ ধরার জন্য ট্রলারটি বের হয়। জাল তোলার সময় দুটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। ট্রলারের মাঝি হাসু আলী বলেন, গত বৃহস্পতিবার বিকেলে জাল তুললে বড় দুটি কালো পোয়া মাছ ধরা পড়ে। এরপর ট্রলারে নিয়ে ঘাটে ফিরে আসি।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, এটি চিকিৎসা কাজে ব্যবহারের সুতা তৈরি করা হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published.