আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

সৃষ্টির সেরাজীব আশরাফুল মাখলুকাতকে আল্লাহ (সৃষ্টিকর্তা) তাঁর নিজ সিফতে সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে শাষনের অধিনে রেখে দেখাশুনা করার সুযোগ দিয়েছিলেন। সৃষ্টিকর্তার ইচ্ছার বহি:প্রকাশ একমাত্র এই আশরাফুল মাখলুকাতই করেছিলেন এবং করে যাচ্ছেন। তবে এও সত্যি যে, এই সৃষ্টির সেরা জীবকেই ব্যবহার করে শয়তান তার ইচ্ছার বাস্তবায়ন করে যাচ্ছে। যা সৃষ্টিকর্তার সঙ্গে শয়তানের যুদ্ধ… তবে নিশ্চিত যে শয়তান পরাজিত হচ্ছে এবং হবে নিশ্চিত। আর এও সত্য যে শয়তানের ফয়সালা বা বিচার সম্পন্ন হয়েছে শুধু পৃথিবীর শেষদিন থেকেই শয়তান শাস্তির অধিনে যন্ত্রণা ভোগ করতে থাকবে। কিন্তু মানুষের ফয়সালা হয়নি বরং মানুষকে শান্তি ও নিশ্চিতভাবে সৃষ্টিকর্তার সঙ্গে বসবাসের জন্য বিনামূল্যের ব্যবস্থা করে রেখেছেন যার উপর ভর করেই পৃথিবীর সকল মানুষ একসঙ্গে বেহেস্তে বসবাস করবে। হ্যাঁ মানুষ আল্লাহর সঙ্গেই বসবাস করবে এটাই বিধান। আজকের এইদিনে আল্লাহর ইচ্ছার বহি:প্রকাশ প্রতিষ্ঠীত হউক এবং পরিপূর্ণতায় পূর্ণতা পাউক খোদার (সৃষ্টিকর্তার) পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published.