ছোট থেকেই তার প্রশ্ন ছিল, মাছ পারলে মানুষ কেন পারবে না

প্রশান্তি ডেক্স \ পেশায় অটোচালক হলেও তার স্বপ্ন বিশ্ব রেকর্ড গড়ার। দারিদ্রতার বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নাম লেখাতে চান বিশ্ব দরবারে। তবে তার রেকর্ড গড়ার বিষয়টি আট-দশটা বিষয়ের চেয়ে কিছুটা ভিন্ন। তিনি ঘণ্টার পর ঘণ্টা এক নিশ্বাসে ডুবে থাকতে পারেন পানির নিচে। মাছ যদি জলে ডুবে থাকতে পারে, তাহলে মানুষ কেন পারবে না এমনই প্রশ্ন নিয়ে কিশোর বয়সে পানিতে ডুবে থাকার অনুশীলন শুরু করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কামারপোলের বাসিন্দা, রিজুয়ান লস্কর।
৩৬ বছর বয়সী অটোচালক রিজুয়ান লস্কর ছোট ভাঙা মাটির বাড়িতে স্ত্রী, পুত্র নিয়ে বসবাস করেন। তবু আজও তার স্বপ্ন আকাশ ছোঁয়ার, বিশ্ব রেকর্ড গড়ার। আর সেই রেকর্ড গড়তে চান নিজের কেরামতি দিয়েই। কিশোর বয়সে পায়ে ইট বেধে জলে ডুবে থাকার অনুশীলন শুরু করেছিলেন রিজুয়ান। এখন কোনো কিছুর সাহায্য ছাড়াই অনায়াসে কয়েক ঘণ্টা পানিতে ডুবে থাকতে পারেন তিনি। রিজুয়ান বলেন, ছোটবেলা থেকে মাছ দেখে ভাবতাম, পানিতে যদি মাছ থাকতে পারে তাহলে আমি কেনো থাকতে পারব না। ব্যস, তারপর সেই ১১ বছর বয়স থেকেই শুরু পানিতে ডুবে থাকার অনুশীলন। দীর্ঘ ২৫ বছর ধরে টানা অনুশীলনের পর এখন এই ফলাফল পাচ্ছি। এখন অনায়াসে কয়েক ঘণ্টা পানিতে ডুবে থাকতে পারি।
তবে এসব করে আর কতদিন চলবে? এই প্রশ্ন রিজুয়ানেরও। তিনি চান, দীর্ঘ সময় ধরে জলে ডুবে থাকার এই প্রতিভা দিয়েই ‘গ্রিনিচ বুক অব ওয়ার্ল্ড’-এ নাম তুলে বিশ্ব রেকর্ড গড়তে। কিন্তু রিজুয়ানের এই স্বপ্ন পূরণে প্রধান বাধা হল, তার দারিদ্র্যতা। প্রতিদিন অটো চালালে তবেই মেলে দুবেলার খাবার। আক্ষেপের সুরে রিজুয়ান বলেন, যদি কোনো সরকারি সাহায্য পাওয়া যেত, তাহলে হয়ত দীর্ঘসময় ধরে জলে ডুবে থাকার প্রতিভা বিশ্বের দরবারে দেখাতে পারতাম। এখন বয়স ৩৬-এর কোটায়। তবুও হাল ছাড়িনি। তাই নিয়ম করে আজও প্রতিদিন পানিতে ডুবে থাকার অনুশীলন করি। কখন দিন বদলায়, সেই আশায়।
সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published.