‘খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশে বিদেশ পাঠাতে চায় বিএনপি’

কক্সবাজার প্রতিনিধি \ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়।

গত  শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিদেশ গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি তারেক রহমান এখন করছেন। বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তার সাজা মওকুফ করা হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়ে তাকে কারাগারের বাইরের সুযোগ করে দিয়েছেন বিএনপি সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।

এর আগে তথ্যমন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। তিনি সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ জন বিশেষ তরুণকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published.