সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি \ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গার্মেন্টকর্মী (২৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকূল সাগর উপকূলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহিদ গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ওই নারী সীতাকুণ্ডের একটি সুতা তৈরির কারখানা থেকে কাজ করে বাসায় যাচ্ছিলেন। তখন পূর্বপরিচিত তিনজন ওই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। বাসায় না নিয়ে তারা সাগর পাড়ে নিয়ে যায় ওই নারীকে। সেখানে ভুক্তভোগী নারীকে তারা ধর্ষণ করে।
পরে গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।
গ্রেপ্তার জাহিদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, তারা তিনজন মিলে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় বসুন্ধরা কম্পানির সিকিউরিটি গার্ডরা এক ধর্ষককে ধরে আমাদের হাতে তুলে দিয়েছেন। মামলার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি আদালতে জবানবন্দি দিয়ে এ ঘটনা পূর্বপরিবকল্পিত বলে স্বীকার করেছেন। জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।