আন্তজার্তিক ডেক্স \ গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু। অতিভারী বৃষ্টিতে ৫ জনের প্রাণহানি ঘটেছে। সাড়ে ১০ হাজার মত মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছে।
বৃষ্টির প্রভাবে ২০টিরও বেশি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আট শতাধিক ঘরবাড়ি ধসে গেছে। গবাদি পশুরও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইএমডি জানিয়েছে শুক্রবার বর্জ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারি, তিরুনেলভেলি ও তেনকাশির মতো প্রত্যন্ত জেলাগুলিতে। মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবরের ১ তারিখ থেকে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ৭০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে তামিলনাড়ুতে।
বঙ্গোপসাগরে নিম্মচাপের কারণে দক্ষিণ ভারতের বেশি কিছু রাজ্যে বৃষ্টিপাত থেকে সৃষ্টি হচ্ছে বন্যা। আর এ কারণে ব্যাহত হচ্ছে জনজীবন।