দেশ ও জাতির মঙ্গল কামনায় কসবায় তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বিশ্ব শান্তি কল্পে দেশ ও জাতির মঙ্গল কামনা করে শ্রী শ্রী তারকাব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কসবা উপজেলার কুটি জাজিয়ারা শ্রী শ্রী মহাশ্মশাননে বিভিন্ন ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী (২৪ প্রহর) এই অনুষ্ঠান শেষ হয়। এর আগে গত ২৯ নভেম্বর থেকে তৃতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে শুরু হয় এই মহাযজ্ঞ। সনাতন ধর্মালম্বীদের এই অনুষ্ঠানে ভক্তবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য সনাতন সংগীত শিল্পীগোষ্ঠি (সংকীর্ত্তন) পরিবেশন করেন। এদের মধ্যে বরিশাল জেলার গোপাল কৃষ্ণ সম্প্রদায়, নোয়াখালীর সমাধী আশ্রম সম্প্রদায়, বাগেরহাটের শিব শংকর সম্প্রদায়, খুলনার মা ভবতারিনী সম্প্রদায় গোপালগঞ্জের বীণা পানি সম্প্রদায় ও সাতক্ষীরা থেকে আগত নবরত্মা সম্প্রদায় নামামৃত সংগীত পরিবেশন করেন জাজিয়ারা মহাশ্মশান পরিচালন কমিটির সভাপতি জীবন মোদক জানান, পৃথিবীর মানুষ যখন অধিকহারে পাপাচারে লিপ্ত হয় তখন পৃথিবীতে মহামারীসহ বিভিন্ন সমস্যা তৈরি হয়। তখনি ভগবান এই ধরনীতে নেমে আসেন পাপিদের সাজা ও ধার্মিকদের রক্ষা করতে। ভগবানের সন্তুষ্টিকৃপায় আমাদের এই আরাধনা।

Leave a Reply

Your email address will not be published.