‘সীমান্ত হত্যা ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘন’

প্রশান্তি ডেক্স ॥ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতির জন্য ভারত এটা করতে পারছে।’ গত শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চান।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘পুতুল সরকার এই অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তা, টিপাইমুখ সমস্যার সমাধান হয়নি। দেশে কথা বলার কোনও পরিবেশ নেই। এই রাতের ভোটের সরকার জনগণের কোনও কথাই শোনে না।’ তিনি বলেন, ‘দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই। সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে।’ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে ইরান বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতাবিরোধী হত্যাকান্ড। বিএসএফের সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে।’ লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.