আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসআজ ৩০তম বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এই দিবসটি এমন এক সময়ে উদযাপীত হতে যাচ্ছে যখন করোনাত্তর পূর্ণবাসন অত্যাসন্ন। তাই এই দিবসের প্রতিপাদ্যে যুক্ত হউক প্রতিবন্ধীদের নেতৃত্ব। পরিবর, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব বিনির্মানের নের্তৃত্বে প্রতিবন্ধীদের অশংগ্রহন নিশ্চীত এবং তাদের নের্তৃত্ব মেনে নেয়ার মানষিকতায় প্রস্তুত হতে উদাত্ত আহবান জানাচ্ছি।প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং আশির্বাদ হিসেবে প্রতিষ্ঠিত ও স্বীকৃত। এই স্বীকৃতীর কল্যাণকর দিকগুলিকে এগিয়ে নিতে স্ব স্ব অবস্থান থেকে সহযোগীতা করে আগামীর করোণাত্তর বিশ্বকে নতুন করে সাজিয়ে ভয়হীন এক অভয়ারণ্যে পরিণত করি। এই মনোভাবের সহিত একমত পোষণ করে স্ব স্ব রাষ্ট্রের এবং সরকারের নেয়া পদক্ষেপে মনোনিবেশ করে বাস্তবায়নের কাজে ইতিবাচক এবং আন্তরিক হই। স্ব স্ব দায়িত্ব পালনে আরো সচেতন হয়ে সচেষ্ট ভূমিকা পালন করি। আজকের এই দিনে মহান খোদা তায়ালার আশির্বাদ, রহমত, বরকত, কুদরত এবং সুরক্ষা ও সেবার মানোন্নয়নে মনোনিবেশ করি। খোদা আমাদের সবাইকে সাহায্য করুন এবং আপনার ইচ্ছা ও অভিপ্রায় বুঝে চলার তৌফিক দান করুন। আমিন\

Today is International Disability Day. Today is the 30th World Disability Day and the 23rd National Disability Day. This day is going to be celebrated at a time when post-Coronation Rehabilitation is imminent. So let the leadership of the disabled be included in the theme of this day. I urge you to ensure that the participation of persons with disabilities is ensured in the leadership of family, society, state and world building and to be ready in the mentality of accepting their leadership. By cooperating from our own position to advance the welfare aspects of this recognition, we have reshaped the future world and turned it into a fearless sanctuary. By agreeing with this attitude, I am positive and sincere in my work by focusing on the steps taken by our respective states and governments. We play a more conscious role in fulfilling our responsibilities. On this day, we concentrate on the blessings, mercy, blessings, miracles of God Almighty and the improvement of security and service. May God help us all and grant us the grace to understand your desires and intentions. Amen.


Leave a Reply

Your email address will not be published.