আন্তজার্তিক ডেক্স ॥ রাস্তায় চলতে চলতে গাড়ি থেমে গেলে ঠেলা দিয়ে সেটিকে সরিয়ে দেওয়ার দৃশ্যের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু ঠেলা দিয়ে বিমান সরানোর নজির বেশি নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তেমনই এক দৃশ্য। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পিছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। এদিকে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়। ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে। খুদে বøগিং সাইটে টুইটারে এক নেটিজেন ওই ঘটনার ভিডিও শেয়ার করে। এরপর তা ভাইরাল হয়। বিমানটিকে সরিয়ে নেওয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে।