রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব অপরিহার্য উপাদান

প্রশান্তি ডেক্স ॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্র পরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব একটি অপরিহার্য উপাদান। গত শুক্রবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
তিনি বলেন, রাষ্ট্রের নানা ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সিংহভাগ আসে অভ্যন্তরীণ রাজস্ব হতে। আর এই রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। যথাসময়ে ভ্যাট আহরণ নিশ্চিত করতে ভ্যাট আহরণকারী সব স্তরের রাজস্ব কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
ভ্যাট প্রদানে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি ভ্যাট প্রদান পদ্ধতি সহজ করার জন্য সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনেছে বলে জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, আত্মমর্যাদায় বলীয়ান স্বনির্ভর জাতি গঠনের চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্ব ভান্ডার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজস্ব আহরণে আরও গতিশীলতা আনা প্রয়োজন। এক্ষেত্রে ভোক্তাসাধারণ ও ব্যবসায়ীবৃন্দকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published.