আল্লাহকে হাজারো শুকরিয়া জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শুভাকাংখী ও বন্ধমহলের সকলকে। সকলের দোয়ায় এবং আল্লাহর কৃপায় ও আশির্বাদে আমার ছেলে ও মেয়ে বৃত্ত্বি পেয়েছে। তারা যথাক্রমে ইভেনএইজার ইন্টারন্যাশনাল স্কুলে ৭ম ও ৩য় শ্রেণীতে অধ্যয়নরত। তাদের অর্জনগুলো এবং এই অর্জন গ্রহনের মুহুর্তের ছবিগুলো প্রকাশ করছি। তারা বরাবরই এ+ ফলাফল অর্জনকারী। কিন্তু এবারই প্রথম স্কুল থেকে স্কলারশীপ (বৃত্ত্বি) পেলো। সকলের নিকট বরাবরের মত দোয়া কামনা করছি।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post