ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশ না করার আহ্বান ট্রাম্পের

আন্তজার্তিক ডেক্স ॥ ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউজের নথি প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রসমর্থকরা এ হামলা চালায়। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই সহিংসতার ঘটনার তদন্ত করছে কংগ্রেসনাল কমিটি। তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউজের কাছ থেকে কিছু নথি চেয়েছে তারা।
চলতি মাসে ফেডারেল আপিল আদালতও নিম্ন আদালতের সঙ্গে নথি প্রকাশের রায়ে অনুমতি দেওয়ার একমত পোষণ করেন। পরে ট্রাম্পের আইনজীবীরা আপিল করেন সুপ্রিম কোর্টে। সেখানে তারা যুক্তি দেখান যে, একজন সাবেক প্রেসিডেন্টের মেয়াদোত্তীর্ণের পরও এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত। তারা ওই ঘটনার তদন্তকারী কমিটিকে ডেমোক্রেট নিয়ন্ত্রিত এবং বিষয়টি রাজনীতিকীকরণের অভিযোগ ও নিন্দা জানিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কংগ্রেস সাবেক প্রেসিডেন্টের কাগজপত্র খতিয়ে দেখতে পারে না, বলছেন ট্রাম্পের আইনজীবীরা।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফ্লোরিডার এক ব্যক্তিকে পাঁচ বছরের বেশি কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট স্কট পালমার। এ ঘটনায় তিনিই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি। সেদিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অপরাধে পালমারকে ৬৩ মাসের দন্ড দেওয়া হয়। তার শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দন্ড নির্ধারণে সাহায্য করবে বলে জানা গেছে। সেদিনের হামলার ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবার আগে পালমারকে চিহ্নিত করা হয়। সেসময় মার্কিন পতাকাযুক্ত জ্যাকেট পরে ক্যাপিটল হিলের সহিংসতায় সক্রিয় অংশ নেন পালমার। সূত্র: এফপি

Leave a Reply

Your email address will not be published.