ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (৫ জানুয়ারি) ইসকন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গীতা জ্ঞান উৎসব উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে, সকালে নগর সংকীর্তন, অভ্যর্থনা, কীতন মেলা, সন্ধ্যা আরতি, ধমীয় আলোচনা সভা, ছাএ ছাত্রীদের মাঝে বিনামূল্যে গীতা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন, বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্দীপ স্বামী মহারাজ। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসকন, কুটি শাখার অধ্যক্ষ সরবেশ দাস ব্রহ্মচারী, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও কৃষি ব্যাংক সাবেক ব্যবস্থাপক মানিক রায়।