ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ আগামী ২২ জানুয়ারী রোজ বুধবার কসবা শ্রী শ্রী রাধাগোবিন্দ উিজ মন্দিরে গীতাজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এতে থাকবে কীর্তন মেলা, সন্ধ্যা আরতি, ধর্মীয় আলোচনা আর এই আলোচনা উপস্থিত থাকবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং শ্রীপাদ প্রবীর দাস ব্রক্ষচারী। আপনারা সবাই আমন্ত্রিত এবং উপস্থিত সকলের মঙ্গলার্থে ভগবানের নিকট মিনতি আরাধনাসহ বিশেষ উৎসগ ও ভোগ এর ব্যবস্থা থাকবে।