ভাষার মাস ফেব্রুয়ারী। আর এই মাসেই ভাষা হউক উন্মুক্ত। দেশের প্রয়োজনে সকল ক্ষেত্রে ভাষার ব্যবহার প্রাধান্য পাক। গ্রহণযোগ্যতা এবং নির্ভরশীলতায় ভাষা হউক এক ও অভিন্ন। মার্তৃভাষা বিহিন কোন কর্মকান্ড পরিচালিত আর না হউক। অন্য সকল ভাষাকে অফিস-আদালত থেকে বিদায়া দেয়া হউক। ভাষা সৈনিক ও ভাষা শহীদ এবং ভাষাবিদ এমনকি ভাষা চর্চায়রত সকলকে সম্মানীত করে সকলের সার্বজনীনতায় ভাষাকে যোগসূত্র হিসেবে গেঁথে তুলতে সকলের ভুমিকা প্রকাশ্যে দৃশ্যমান হয়ে কাজে পরিণত হউক। সকলকে বাংলা ভাষায় সালাম ও শুভেচ্ছা এবং সাধুৃবাদ জানাই এই ভাষাকে আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে দেয়ার জন্য। ভাষা আমাদের প্রাণ এবং ভাষা আমার মান এই দুইয়েই আমাদের সোনার বাংলার সোনালী জীবন। জয় আমাদের অনিবার্য।