পূর্ব ইউরোপে উত্তেজনা; জার্মানিতে জঙ্গিবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তজাতিক ডেক্স ॥ ইউক্রেন ইস্যুতে পূর্ব ইউরোপে প্রচন্ড সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। গত বুধবার মার্কিন এয়ারফোর্স জানিয়েছে, জার্মানির স্প্যাংডালেম বিমানঘাঁটিতে এসব বিমান মোতায়ন করা হয়েছে, সঙ্গে রয়েছে পাইলট, রক্ষণাবেক্ষণাকারী ও সাপোর্ট পারসোনেল।
এর পাশাপাশি মার্কিন সরকার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ছয়টি কেসি-১৩৫ সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে। এয়ারফোর্স কমান্ড জানিয়েছে, জার্মান সরকার ও ন্যাটো কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে এফ-৩৫ বিমান মোতায়েন করা হয়। মার্কিন বিমান বাহিনীর ইউরোপ ও আফ্রিকা বিষয়ক কমান্ডার এরিক অ্যান্টনি বলেন, একটি ‘গতিশীল পরিবেশের মধ্যে’ আমরা এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করছি। এই পদক্ষেপের মধ্যদিয়ে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published.