ভজন শংকর আচ্র্যা কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে এবং যারা রাজাকার, আলবদর ছিলেন ও তাদের উত্তরসুরীরাও যদি ষড়ষন্ত্র করে তাহলে বাংলাদেশের মানুষ তাদের প্রতিরোধ করবে।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে কৃষক প্রশিক্ষন কেন্দ্র, কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ও আনসার সদস্যদের জন্য ব্যারাক ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন, কসবা পৌরমেয়র মোঃ গোলাম হাক্কানী, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল, আখাউড়া উপজেলা, চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভুইয়া, নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সহ অন্যরা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।