সারা দেশে গনটিকা কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টিকা নিলেন প্রায় ১১ হাজার মানুষ। গত শনিবার উপজেলার ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে টিকা নিতে উৎসুক মানুষ ভিড়। উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এদিন উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার নারী-পুরুষকে টিকা দেওয়া হয়।পৌর এলাকার লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা দিয়েছেন।
টিকা গ্রহীতাদের উপস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নারী-পরুষের উপচেপড়া ভিড় ছিল। তবে এ সময় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাদের মধ্যে উদাসীনতা দেখা গেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন,স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি টিকা কেন্দ্রে মানুষ উপস্থিত হয়েছেন এবং টিকা নিয়েছেন। কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে। সবাইকে টিকা আওতায় আনতে আমাদের লোকজন নিরলস কাজ করছে।