প্রশান্তি ডেক্স ॥ ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানসহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে ভারতে বাংলাদেশ হাইকমিশন। গত বৃহস্পতিবার সকালে চ্যান্সেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানসহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মিশনের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
পুষ্পস্তবক অর্পণের পর চ্যান্সেরি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নিয়ে হাইকমিশনার ইমরান বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার জন্য সন্তানদের উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের নিপীড়িত জনগণের কল্যাণে সারা জীবন সংগ্রাম করেছেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়। পরে বিকেলে দিবসটি উপলক্ষে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।