ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৬ মার্চ) রাতে পৃথক পৃথক অভিযানে কসবা পৌর সদরের কালিকাপুর গ্রামে ১০ কেজি ও বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামে ২০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কালিকাপুর থেকে মাদক ব্যবসায়ী কালিকাপুর গ্রামের খালেক মিয়ার পুত্র বাবুল মিয়া (২৭) এবং নরসিংদী সদরের বিলাসদি গ্রামের মুসা মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ফতু (৫০) গাজাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে কৈখলা গ্রামের মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে খোরশেদ মিয়া (৩০) এবং মৃত সহিদ মিয়ার ছেলে বাপ্পী মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা রুজু করেছে। গত বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কসবা থানা ওসি আলমগীর ভুইয়া বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলায় মাদক নির্মুলে অভিযান চলছে। এ অভিযান অব্যহত থাকবে।