ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা ও অসহায় শিশু কে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান পৌর এলাকার গুরুহিত গ্রামে অনুষ্ঠিত হয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইদ্রিস মিয়া মেম্বার, বাদৈর ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফেরদৌস ভূইয়া, গুরুহিত জামে মসজিদের খতিব মোঃ রুহুল আমিন, মোঃ আবদুর রহিম সদ্দার, হাজী মোঃ মোসলেম হাজারী ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম পান্না। অনুষ্ঠানে গুরুহিত গ্রামের রিক্সা চালক মোঃ কামাল মিয়ার ছেলে অসুস্থ নিলয় মিয়ার চিকিৎসা সহায়তা জন্য সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।