ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২০ মার্চ) উপজেলার ৬টি ইউনিয়নে ট্যাগ অফিসারের মাধ্যমে তিন হাজার কার্ডধারীর মাঝে টিসিবির পন্য বিক্রি করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে মুলগ্রাম, বিনাউটি, খাড়েরা, বায়েক, কায়েমপুর ও কুটি। সকালে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগনের উপস্থিতিতে টিসিবির পন্য বিতরন কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, উপজেলার ৮ হাজার ১৬ জন কার্ডধারী টিসিবির পন্য ক্রয়ের সুযোগ পাবেন। তবে কোন কার্ডধারী অনুপস্থিত থাকেন ট্যাগ অফিসারের সুপারিশের মাধ্যমে অন্য কেউ পন্য কেনার সুযোগ পাবেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, দেশ ব্যাপী এককোটি কার্ডধারী লোকের মাঝে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কসবা উপজেলায় তিনজন ডিলারের মাধ্যমে ৮ হাজার ১৬ জন কার্ডধারী টিসিবির পন্য ক্রয় করার সুযোগ পাবেন। একজন কার্ডধারী দু’বার পন্য ক্রয় করতে পারবে।