ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার হাতুড়াবাড়ি গ্রামে বিদুৎপৃষ্ঠে একই পরিবারের পিতা-পুত্র মারা যাওয়ায় ওই পরিবারকে মানবিক সাহায্য হিসেবে নগদ অর্থ ও দুটি বাচ্চাসহ ছাগল উপহার দিলেন কসবার অগ্রভাগীয় সাহিত্য সংগঠন।
জানা যায়, গত ৫ মাস পূর্বে নিজ ঘরে বিদুৎপৃষ্ঠ হয়ে পিতা গোলাম মাওলা ও পুত্র জুবায়ের নিহত হয়েছিল। গোলাম মাওলার স্ত্রী রোজিনা আক্তারও বিদুৎপৃষ্ঠ হয়ে তার দেহ ঝলসে গিয়েছিল । ঢাকার বার্ণ ইউনিটে ৩ মাস চিকিৎসা শেষে প্রতিবন্ধী হয়ে বেঁচে যান রোজিনা। বর্তমানে ৩টি অবুঝ শিশু নিয়ে রোজিনা অসহায় জীবন যাপন করছে।
এই খবর শুনে গত মঙ্গলবার (৩১ মে) বিকেলে অগ্রভাগীয় সাহিত্য সংঘঠনের উদ্যোগে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে বিদুৎপৃষ্ঠে নিহত পরিবারকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান গ্রামের বাড়িতে অনুষ্টিত হয়।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাদৈর ইউপি চেয়ারম্যান শিপন আহম্মেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ,কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা,চারগাছ এন আই ভ’ইয়া ডিগ্রী কলেজ প্রভাষক মোস্তাক আহম্মেদ,শামবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম স্বপন ও অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজীব রানা। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের বত্তৃতায় অসহায় পরিবারটিকে মানবিক সহায়তা প্রদানের ব্যপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।