প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ভারতীয় মুদ্রা রুপি’র দরপতন অব্যাহত রয়েছে। গত শুক্রবার (১ জুলাই) দিনের শুরুতেই মুদ্রা বাজারে বড় ধরনের ধাক্কা খায় ভারতীয় রুপি। বাজারের তথ্য অনুসারে, এদিন ৭৮.৯৮ -এ খোলার পর প্রতি মার্কিন ডলারের বিপরীতে এক পর্যায়ে রুপির দাম ৭৯.১২-তে পৌঁছায়। একে দেশটির ইতিহাসে রেকর্ড দরপতন বলা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৭৯ তে পৌঁছায়।
গত শুক্রবার সকালে পতন দেখেছে শেয়ার বাজারও। বাজার খোলার পর ৩৯৯.৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯.২৫-এ। নিফটি ১৩০.২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।
বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রার দামে এমন পতনের অন্যতম কারণ, ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই-এর মূলধন তুলে নেওয়া এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।
তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে দেশের মুদ্রার অবাধ পতন বন্ধের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
সূত্র: ইন্ডিয়া ডটকম