প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চলতে থাকলে বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলোভ ব্রিফিং-এ বলেন, ‘গোলাগুলির কারণে প্ল্যান্টে বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্ল্যান্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়লে জার্মানি, পোল্যান্ড এবং স্লোভাকিয়ায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে’।
ইউরাপের সবচেয়ে বড় জাপোরিঝজিয়া বিদ্যুৎকেন্দ্র গত মার্চে হামলা চালিয়ে নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। সেনারা প্ল্যান্টের সামনের দিকে অবস্থান নিয়েছে।
এদিকে কিয়েভ দাবি করছে, বিদ্যুৎকেন্দ্রে তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে রাশিয়া। এতে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে এটি।
যদিও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোনও ভারী অস্ত্র রাখা হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) রুশ মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, স্টেশন এলাকায় বা আশেপাশের অঞ্চলে রাশিয়ান সেনাদের কাছে কোনও ভারী অস্ত্র নেই। সেখানে শুধুমাত্র গার্ড ইউনিট রয়েছে।