প্রশান্তি ডেক্স॥ জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে আগামী সপ্তাহের প্রথম দিকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এরইমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে পুলিশ সদর দফতরের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। ২৮ বা ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।
৩০ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই দিনের জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক এআইজি মাসুদ আলম।