বাআ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জামায়াত-ই-ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ড নিয়ে একটি স্ট্যাটাস দেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইটে প্রকাশিত ‘সন্ত্রাসের রাজনীতির প্রতীক বিএনপি-জামায়াত’ শিরোনামের একটি আর্টিকেল শেয়ার করেন।
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, গত দুই দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে এর চরমপন্থী মিত্র জামায়াত-ই-ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে একটি ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে, যার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবাদের নামে রাজপথে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সহিংস ও প্রাণঘাতী হামলা, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ইত্যাদি।
এসকল কাজে তারা প্রায়ই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি এবং হরকাতুল জিহাদের মতো সহিংস চরমপন্থী সংগঠনগুলোকে ব্যবহার করেছে এবং এখনও করছে। আজ যারা মানবাধিকারের কথা বলে বিদেশী দূতাবাস, বিদেশী মিডিয়া ও দেশের মিডিয়াতে সহমর্মিতার আবদার করছে, তাদের হাতেই লুণ্ঠিত হয়েছে বাংলাদেশের সর্ব পর্যায়ের মানুষের মানবাধিকার। এই প্রতিবেদনে বিগত দিনে বিএনপি জামাতের সহিংস রাজনীতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।