প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ স্পেনের সঙ্গে সাংস্কৃতিক এবং ক্রীড়া সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য দুটি চুক্তির খসড়া নিয়ে কাজ হচ্ছে এবং আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এটি সই হবে।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ গত বুধবার (৩১ আগস্ট) স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিক্যুয়েল অক্টাভি ইসেটা ই লরেন্সের সাথে বৈঠকে বিষয়টি আলোচনা করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে বর্তমানে বিবেচনাধীন ও ইতোমধ্যে বিনিময়কৃত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি এবং ক্রীড়া সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের খসড়া দুটি চূড়ান্তকরণের জন্য রাষ্ট্রদূত স্পেনীয় মন্ত্রীকে অনুরোধ করেন। আশা করা যায়, অদূর ভবিষ্যতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রদূত পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পেনীয় সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।