ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নায়িকা পরীমনি ও শরীফুল রাজ দম্পতির পুত্র সন্তান রাজ্যের জন্য মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়। আলমপুর গ্রামের টিটু মিয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান । মিলাদ অনুষ্টানে এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরীমনির স্বামী শরীফুল ইসলাম রাজ গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর গ্রামের সেনাবাহিনীর (অবঃ)সদস্য মোঃ মোসলেম মিয়ার পুত্র । গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, শরীফুল ইসলাম রাজ একজন খ্যাতিমান অভিনেত্রীকে বিয়ে করেছেন এতে আমার ইউনিয়নবাসী গর্বিত। তাই তাদের সন্তানের জন্য আলমপুর গ্রামের মানুষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মিলাদের আয়োজন করে। আমি নিজে এতে উপিস্থত থেকে তাদের সদ্যজাত শিশু সন্তানসহ দেশের জন্য দোয়া করেছি।
