প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের ফল হলো ইউক্রেনসহ সোভিয়েত দেশগুলোতে সংঘাতের কারণ। গত বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
![](https://shaptahikproshanti.com/wp-content/uploads/2022/09/suvieat-Destroy-frute-ukrian-war.jpg)
সাবেক সোভিয়েত দেশগুলোর গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কী ঘটছে এবং কয়েকটি সিআইএস দেশের সীমান্তে যা ঘটছে তা পর্যবেক্ষণ যথেষ্ট। এগুলোর মূল কারণ সোভিয়েত ইউনিয়নের পতন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় সাবেক সোভিয়েত সাম্রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে।
গত মাসে মধ্য এশিয়ার দুটি দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানে সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানও সংঘাতে লিপ্ত হয়েছে।
পশ্চিমাদের দিকে অভিযোগের তীর ছুড়ে পুতিন বরেছেন, সোভিয়েত পরবর্তী সময়ে নতুন সংঘাত উসকে দিচ্ছে তারা।
ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার একদিন আগে পুতিন এই মন্তব্য করলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার পুতিনের এমন ঘোষণার পর ইউক্রেন যুদ্ধ নতুন বিপজ্জনক মোড় নেবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একটি নতুন বিশ্ব শৃঙ্খলা গড়ে ওঠতে দেখছি, যা মেনে নেওয়া পশ্চিমাদের জন্য কঠিন।
আগামী সপ্তাহে ৭০ বছরে পদার্পণ করবেন পুতিন। প্রায়ই তিনি সোভিয়েত ইউনিয়ন নিয়ে স্মৃতিকাতর মন্তব্য করেন। কীভাবে সোভিয়েতের গোয়েন্দা সংস্থা কেজিবিতে তিনি কাজ করেছেন সেগুলোরও স্মৃতিচারণ করেন।
সূত্র: এনডিটিভি