প্রশান্তি ডেক্স॥ যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুন লেগেছে। এতে আমদানি পণ্যসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১১টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, রাত ১১টায় বেনাপোল বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অফিস কক্ষ থেকে পণ্যাগারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের টিম আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।