ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উৎসবমুখর পরিবেশে খাড়েরা ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে দলীয় প্রতীক বিহীন গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম ঘোষিত ফলাফলে জানা যায়, খাড়েরা ইউপি চেয়ারম্যান পদে মোঃ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে রত্মা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে মোছাম্মৎ বিউটি আক্তার এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে রেহেনা আক্তার নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সাধারন সদস্য পদে মোহাম্মদ খোকন মিয়া, মাহবুব রহমান, মহন মিয়া, শরিফুল ইসলাম, মোঃ শওকত আলী, শামসুল আলম, মোঃ আবু সাইম, হেবজু ভ’ইয়া ও মোঃ হাসান উজ জামান নির্বাচিত হয়েছেন।
জানা যায়, বিগত ৩৬ বছর পর খাড়েরা গ্রামের প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি এলাকার অভিভাবক সফল আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকার সকল ভোটার এবং নির্বাচনকালীন সময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।