ভজন শংকর আচার্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়য়ার কসবায় নকল, ভেজাল, আনরেজিষ্টার্ড ঔষধ এবং প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি প্রতিরোধে সচেতনতমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কসবা উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরে অবস্থিত ফুড প্যালেস রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মবাড়িয়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক শাহজালাল ভুইয়া, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আহাম্মদ, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক মোঃ আবু কাওসার, সহসভাপতি মোঃ ছানাউল হক, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ সভাপতি পিযুষ রায়, সাধারন সম্পাদক ওসমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
রাহাত আল মাহমুদের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন জেলা কেমিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি মোঃ আহাম্মদ হোসেন, সাধারন সম্পাদক আবু কাওছার, মোঃ ছানাউল হক, উপজেলা সমিতির সহ সভাপতি পীযুষ রায়। এসময় বিনাউটি ইউনিয়নের হুমায়ুন কবির মোল্লা, কুটি ইউনিয়নের হামিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।
কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি