প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ নতুন করে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমানে তার দেশের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
![](https://shaptahikproshanti.com/wp-content/uploads/2022/11/one-crour-rosh-hamla-jalonoski.jpg)
ভলোদিমির জেলেনস্কি বলেন, এখনও পর্যন্ত এক কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।
ভিন্নিতসিয়া, ওডেসা, সুমি ও কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান জেলেনস্কি। কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনো জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাকআউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমটিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।