ভজন শংকর আর্চায্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥ গত সোমবার (২১ নভেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি দমন কমিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এমলির অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাছেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, কসবা থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন পিপিএম, কসবার প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ ম হারুনুর রশিদ ডালি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন কসবা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফাতেমা খাতুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধের এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ব্যাপারে শপথ বাক্য পাঠ করেছেন।
অনুষ্ঠানে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।