কসবায় মাদরাসার সভাপতি পদ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার গভর্নিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ শিবিরে অসন্তোষ বিরাজ করছে। শিল্পপতি বদিউল আলম জামালকে ওই মাদরাসায় সভাপতি নির্বাচিত করায় গতকাল (২ ডিসেম্বর) শুক্রবার দুপুরে ক্ষুব্দ হয়ে আড়াইবাড়ী গ্রামবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ,কসবা পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ সফিকুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খা, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া মিলন, তারেক মাহমুদ, এমদাদুল হক পলাশ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক কাজী মানিকসহ আরো অনেকে। বিক্ষোভকারীররা মো.বদিউল আলম জামালকে জামাত-শিবিরের লোক বলে শ্লোগান দেন এবং বদিউল আলমকে সভাপতি হিসেবে মাদরাসায় ঢুকতে দেবেনা বলে ঘোষনা দেন ।
খোঁজ নিয়ে জানা যায়, এই মাদরাসার গভর্নিং কমিটির সভাপতি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড: মোঃ রাশেদুল কাওসার ভুইয়া জীবন। তিনি একাধারে ৪টি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সভাপতি থাকায় তার মনোনয়ন বাতিল করে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার। গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে মো.গোলাম কবির এ বিষয়ে অভিযোগ করলে আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোঃ রেজাউল হক গত ২৯ নভেম্বর স্মারক নং- ৭০৬৭, আদেশ বলে বর্তমান সভাপতি উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবনের মনোনয়ন বাতিল করে শিল্পপতি বদিউল আলম জামালকে সভাপতি নির্বাচিত করেন। এতে তারা সংক্ষুব্দ হন ।
এ বিষয়ে মাদরাসা অধ্যক্ষ ড. সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, বিষয়টা আমাদের জন্য বিব্রতকর। উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন সভাপতি ছিলেন । দাতা সদস্য গোলাম কবির অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নাম বাদ দিয়ে শিল্পপতি বদিউল আলম জামালকে সভাপতি নির্বাচন করেন। নবনির্বাচিত সভাপতির নির্দেশক্রমে আগামীকাল শনিবার আমরা প্রথম সভার আয়োজন করছি।
শিল্পপতি বদিউল আলমের সংগে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত বুধবার দুবাই থেকে এসে শুনেছি আমাকে সভাপতি করা হয়েছে। আমার নাম প্রস্তাব করা হয়েছে সেটাও আমি জানতামনা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছি। বর্তমানে আওয়ামী লীগ করি। জামাত-শিবির করা ও এদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠেনা। মানববন্ধন ও বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, যারা এটা করছে তারা ভুল করেছেন।
উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন বলেন, আইনমন্ত্রী মহোদয় আমাকে ডিও দিয়ে এই মাদরাসার সভাপতি নির্বাচিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনমন্ত্রীকে এবং আমাকে না জানিয়ে অন্যজনকে সভাপতি নির্বাচিত করা সমিচীন হয়নি। বিক্ষোভ ও মানববন্ধন সম্পর্কে তিনি জানান, নেতা-কর্মীরা সংক্ষুব্দ হয়ে এমনটি করেছেন।

Leave a Reply

Your email address will not be published.