প্রশান্তি ডেক্স॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের ১ কোটি শরণার্থীর জন্য খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। মিত্রবাহিনী আমাদের আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটি বিশেষ কিছু। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে।
গত বৃহস্পতিবার ঢাকা গ্যালারিতে মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য সোসাইটি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বক্তব্য রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, ৬ ডিসেম্বর ভারতের লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি দেন। লোকসভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতির ফলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে সরাসরি সমর্থন ও সহযোগিতা করা ভারতের জন্য অনেকটাই সহজ হয়ে যায়।
শামসুল হক টুকু বলেন, ভারতের সঙ্গে আমাদের সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, ও সাহিত্যসহ নানাদিকেই সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহতাবের সঞ্চালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্রালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মুছা সাদিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, ব্যারিস্টার তানিয়া আমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।