ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে আনন্দঘন পরিবেশে কসবায় প্রাথমিক পর্যায়ে জাতীয় শিক্ষার্থী মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি কিন্ডার গার্টেন ও ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৬শ জন শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহন করেন।
কসবার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুলে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন নবীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কাইয়ুম ভ’ইয়া,উলচাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা বেগম ও ভাদুঘর ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা। এসময় সিডিসি স্কুল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. সোলেমান খান, সিডিসি স্কুল প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক মো.রুবেল আহমেদ ও সাংবাদিক ভজন শংকর আচার্য্য উপস্থিত ছিলেন ।