প্রশান্তি ডেক্স॥ ফকিরাপুল, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে-সমাবেশের জন্য যে দুই স্থান নিয়ে আলোচনা হচ্ছে সেসব জায়গায় যাওয়ার জন্য।
গত শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফকিরাপুল মোড়ে বিএনপির বেশ কিছু নেতাকর্মী জড়ো হলো পুলিশ তাদের ধাওয়া দেয়।
নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবারের মতো আজও ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ সদস্য।এসব এলাকায় তল্লাশির পর লোকজনকে ঢুকতে দিচ্ছে পুলিশ। ভিতরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না।
ডিএমপি মতিঝিল বিভাগের উপ- কমিশনার হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, নয়াপল্টনসহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। এই এলাকায় বিএনপি’র কোনও নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, সকাল থেকেই দফায় দফায় কিছু নেতাকর্মী নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দিয়েছি। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয়েছে। সমাবেশের জন্য দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে। তারা সেসব স্থানে গেলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু নয়াপল্টন এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।