বেলারুশে সামরিক মহড়ায় রুশ সেনারা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনে চলমান যুদ্ধে বেলারুশকে আরও বেশি লিপ্ত হতে চাপ দিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কা যখন জোরদার হচ্ছে ঠিক তখন বেলারুশে একটি কৌশলগত সামরিক মহড়ায় অংশ নিয়েছেন রুশ সেনারা। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলারুশ বলে আসছে, তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না। কিন্তু এর আগে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন সীমান্তে রুশদের সঙ্গে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। কিয়েভ ও পশ্চিমাদের হুমকি উল্লেখ করে তিনি এমন নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলার সেনারা বেলারুশের সশস্ত্রবাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, এই লড়াইয়ের প্রশিক্ষণ দিনে ও রাতে অনুষ্ঠিত হয়েছে। সেনারা সব ধরনের ছোট আগ্নেয়াস্ত্র, কামান ব্যবহার করেছেন। তারা যুদ্ধের যান চালানোর দক্ষতা, মানসিক বাধা দূর করার পরীক্ষা, ওষুধ এবং বিভিন্ন শৃঙ্খলা অধ্যয়ন করেছেন।

রুশ মন্ত্রণালয় প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা গেছে, শীতের আবহাওয়ায় একটি ট্যাংকের কাছ থেকে রুশ সেনারা গুলিবর্ষণ করছে। এর মধ্যে কামানও রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের জন্য রুশ সেনাবাহিনীকে নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে আখ্যায়িত করে আসছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি বৃহত্তম সংঘাতগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published.